শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে দাবদাহের মধ্যে লোডশেডিং, বিপর্যস্ত ৫৪ লাখ নাগরিক

চীনে দাবদাহ

মাকসুদ রহমান: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ সিচুয়ানে চলছে তীব্র দাবদাহ। এর মধ্যেই প্রদেশটিতে দৈনিক অন্তত তিন ঘন্টার লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার বাসিন্দাদের জনজীবন। 

স্থানীয় কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, অঞ্চলটিতে প্রায় ৫৪ লাখ বাসিন্দাকে নিয়মিত দাবানল ও লোডশেডিংয়ের ঝামেলা পোহাতে হচ্ছে। বিবিসি

এছাড়াও জরুরি সেবার অংশ হিসেবে প্রদেশটিতে বসতবাড়িতে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে কারখানাগুলোতে হ্রাস করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ফলে স্থানীয় কারখানাগুলো বাধ্য হচ্ছে উৎপাদন ব্যবস্থা বন্ধ করতে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে পানির স্তর স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেক নিচে নেমে গেছে। 

গত কয়েকদিন যাবৎ সিচুয়ান প্রদেশ ও তার পার্শ¦বর্তী এলাকায় তাপমাত্রা নিয়মিতই ছাড়িয়ে যাচ্ছে ৪০ এর উপরে। এতে চাহিদা বেড়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে স্থানীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। 

স্থানীয় কর্মকর্তার আরো জানিয়েছেন, চীনে অবস্থিত এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজিতে পানি প্রবাহের মাত্রা রেকর্ড পরিমাণে কমে গিয়েছে। তবে এই সংকটের জন্য তারা দায়ী করছেন খড়া ও বৃষ্টিপাত হ্রাস পাওয়াকে। চলতি বছরও ইয়াংজি নদী ও তার পাশ্ববর্তী অঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় অর্ধেকের চেয়েও কম বৃষ্টিপাত হয়েছে। 

বিবিসির একটি প্রতিবেদন বলছে, হুবেই প্রদেশের উহান নগরীতে ইয়াংজি নদীর পানি ১৮৬৫ সালের পর সবচেয়ে বেশি শুকিয়ে গেছে। এরই মধ্যে সেখানে চাষাবাদের জন্য পানিতেও দেখা দিয়েছে স্বল্পতা। তবে বিকল্পপন্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে পাম্প ও ক্লাউড সিডিং রকেটের ব্যবস্থা করা হয়েছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়