শিরোনাম
◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা ◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ১১:৩১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে মার্কিন কংগ্রেসের দ্বিতীয় প্রতিনিধি দল, পাল্টা ব্যবস্থার হুমকি চীনের

রাশিদুল ইসলাম : তাইওয়ানে এবার মার্কিন কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দলটি ২ দিনের সফরে গেছেন। এর নেতৃত্ব দিচ্ছেন ম্যাসাচুসেটসের ডেমোক্রেট সিনেটর এড মার্কি। এই সফরের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় দফা মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা তাইওয়ান সফর করলেন। সিএনএন

এরইমধ্যে চীন এই সফরের নিন্দা জানিয়েছে। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র যে উস্কানি দিচ্ছে তারা এর পাল্টা পদক্ষেপ নেবে। ওয়াশিংটনের চীন দূতাবাস থেকে এই বিবৃতি দেয়া হয়। দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের এক-চীন নীতি অনুসরণ করে কাজ করা উচিৎ মার্কিন কংগ্রেস সদস্যদের।

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনো ধরণের আনুষ্ঠানিক সম্পর্কের কঠিন বিরোধিতা করে চীন। তারপরেও সর্বশেষ কংগ্রেস সদস্যদের সফর প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র তাইওয়ান স্ট্রেইটে স্থিতিশীলতা দেখতে চায় না। 

পেলোসির তাইওয়ান সফরের পর নজিরবিহীন প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটি এমন বার্তা দিতে চেয়েছে যে, তাইওয়ানে এ ধরণের সফরকে তারা কত বড় হুমকি হিসেবে দেখে। এরইমধ্যে পাঁচ সদস্যদের নতুন একটি দল তাইওয়ানের মাটিতে পা রাখলো। এ নিয়ে দেয়া এক বিবৃতিতে মার্কি বলেন, এই নতুন সফর তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে আরও দৃঢ় করবে এবং এ অঞ্চলে স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিতে সাহায্য করবে। 

মার্কি’র দলে আরও রয়েছেন, ডেমোক্রেটিক দলের জন গারামেন্ডি, অ্যালান লোয়েন্থাল ও ডন বেয়ার এবং রিপাবলিকান দলের আউমুয়া আমাতা কোলম্যান। তারা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ-এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তাইওয়ানের পার্লামেন্টের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে কথা বলবেন তারা। এই দলটিকে তাইওয়ানে স্বাগত জানান দ্বীপটির পররাষ্ট্র দপ্তর। বেইজিং-এর সঙ্গে চলমান উত্তেজনায় সমর্থন দেয়ায় তারা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়