রাশিদুল ইসলাম : মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গবেষণা ও উন্নয়ন ইউনিটের ডেপুটি হেড ও ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপপ্রধান ওউ ইয়াং লি-হসিংকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস
সিএনএন জানিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের দায়িত্বে ছিলেন তিনি। দক্ষিণ তাইওয়ানে তিনি একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চলতি বছরে বার্ষিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা দ্বিগুণের বেশি বৃদ্ধি করেছে। চীনা হুমকির কাছে মাথানত না করে নিজেদের শক্তি জাহির করতেই বাড়ানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা।
আপনার মতামত লিখুন :