মাকসুদ রহমান: শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আগ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দেশসমূহের জোটের (আসিয়ান) কোন সম্মেলনেই যোগ দিতে দেওয়া হবে না মায়ানমারের জান্তা সারকারকে। আরব নিউজ
কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার বলেছেন, আসিয়ানের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ি মায়ানমারের শাসন ক্ষমতা দখল করে রাখা সামরিক বাহিনী দেশটিতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি সঠিকভাবে উপস্থাপনের আগ পর্যন্ত তাদেরকে আসিয়ানের কোন সম্মেলনে যোগ দিতে দেওয়া হবে না।
কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মায়ানমারের জান্তা সরকারকে অবশ্যই শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখাতে হবে এবং তাদের এগিয়ে নেওয়া উদ্যোগের ভিত্তিতেই আমরা তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হব।
এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) কম্বোডিয়ার রাজধানী নম পেনে অনুষ্ঠিত আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইনের জন্য আসন বরাদ্দ রাখা হলেও এতে অংশ নিতে পারেননি তিনি। ফলে মায়ানমারকে ছাড়াই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মায়ানমারসহ আসিয়ানের ১০সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে লাওস, ব্রুনাই, মালয়েশিয়া, কম্বোডিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। সম্পাদনা : মাজহারুল ইসলাম
আপনার মতামত লিখুন :