শিরোনাম
◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা ◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০১:১৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-তাইওয়ান উত্তেজনা

মহড়ার নামে তাইওয়ানে চীনের হামলার প্রস্তুতি

মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি

ইমরুল শাহেদ: তাইওয়ানের কর্মকর্তারা বলেছেন, চীনা যুদ্ধবিমান, নৌবাহিনী শনিবার মহড়ার সময়ে তাইওয়ান আক্রমণের প্রস্তুতি দেখিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিশোধ হিসেবে চীন এই মহড়া শুরু করেছে। রোববার এই 
মহড়া শেষ হবে। চীনের ছোঁড়া দুটি ক্ষেপনাস্ত্র ইতোমধ্যেই তাইওয়ান উপত্যকা অতিক্রম করেছে। রয়টার্স

শনিবার সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, মহড়ারত চীনা যুদ্ধবিমান, নৌবাহিনী কখনো কখনো মধ্যরেখা অতিক্রম করছে। এই মধ্যরেখার মাধ্যমে দুই দেশ বিভাজিত। বিষয়টা অনেকটাই মহড়ার নামে তাইওয়ান আক্রমণ করার প্রস্তুতিই বলা যায়। 

তাইওয়ান সেনাবাহিনী এলার্ট জারি করেছে এবং টহল জোরদার করেছে। উপকূলে ক্ষেপনাস্ত্র প্রস্তুত রেখেছে। পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ান-চীন উত্তেজনার পরিণতিতে পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জলবায়ু, সামরিক, মাদক চোরাচালান বন্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে চীন। 

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান প্রণালিতে মহড়া চালাচ্ছে। তারা বলছে, সেনাদের সক্ষমতা যাচাইয়ে তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রে মহড়া চলছে।

মহড়া প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের ৬৮টি যুদ্ধবিমান ও ১৩টি জাহাজ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। অবশ্য চীনের পক্ষ থেকে বলা হয়, ১০টির বেশি যুদ্ধজাহাজ ও ১০০টির বেশি যুদ্ধবিমান মহড়ায় অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়