ইমরুল শাহেদ: বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত তাইওয়ান থেকে মাছ এবং ফল আমদানি বন্ধ করা হল। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, খাদ্যদ্রব্যে অতিরিক্ত পরিমাণে কীটনাশক পাওয়া গিয়েছে। তাছাড়াও খাদ্যদ্রব্য প্রক্রিয়া করার সময়ে কোভিড পজিটিভিটির নমুনা পাওয়া গিয়েছে। অন্য আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে, চীন থেকে তাইওয়ানে বালি রপ্তানি বন্ধ করে দেওয়া হল। প্রসঙ্গত, পেলোসির সফরের কথা প্রকাশ হওয়ার পরেই সোমবার থেকে তাইওয়ানিজ বিস্কুট এবং পেস্ট্রি আমদানি করার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল বেইজিং। সংবাদ প্রতিদিন
মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে পেলোসির সফর সম্পর্কে জবাবদিহি চাওয়া হয়েছে। চীনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জি ফেং মার্কিন রাষ্ট্রদূতকে জরুরি তলব করে পেলোসির সফরের তীব্র প্রতিবাদ জানান। একটি সূত্র জানিয়েছে, সেই বৈঠকে আবারও সতর্কবার্তা দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। প্রয়োজন পড়লে সামরিক আক্রমণ করে তাইওয়ান দখল করবে চীন, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়েছে চীনা ফাইটার জেট। তাইওয়ান উপত্যকা সংলগ্ন এলাকায় ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করেছে বেইজিং, এমনটাও জানা গিয়েছে।
২৫ বছরেরও বেশি সময় পর ন্যান্সিই প্রথম শীর্ষ স্তরের কোনও মার্কিন কর্মকর্তা, যিনি তাইওয়ানে পা রাখলেন। ন্যান্সির তাইওয়ানে পা রাখার আগেই মঙ্গলবার ফের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিল চীন। সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছিলেন, ‘মার্কিন স্পিকার তাইওয়ানের মাটিতে পা দিলে যুক্তরাষ্ট্রকে তার মূল্য চুকাতে হবে। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় হাত পড়লে তার দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকেই।’ সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি চীন-তাইওয়ান এলাকায়। যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে তৈরি হচ্ছে দু’পক্ষই।
আপনার মতামত লিখুন :