শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২২, ০৪:৩৭ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২২, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের পিটিআই নিষিদ্ধ বিদেশি অনুদান নিয়েছে, রায় ইসিপির

ইমরান খান

ইমরুল শাহেদ: পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) মঙ্গলবার এক রায়ে বলেছে, তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) বিদেশ থেকে ‘জ্ঞাত এবং ইচ্ছাকৃতভাবে’ ব্যবসায়ী ও প্রভাবশালী ধনকুবের আরিফ নকভীর উটন ক্রিকেট লিমিটেডের কাছ থেকে ২১ লাখ ২১ হাজার ৫০০ ডলার গ্রহণ করেছে। এ জন্য দলটিকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে, উক্ত অনুদানের অর্থ বাজেয়াপ্ত করা হবে না কেন? ডন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। মামলাটি দায়ের করেছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর ২০১৪ সালের ১৪ নভেম্বর। 

ইসিপি বলছে, পিটিআই উটন ছাড়াও ‘জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃত’ ব্রিস্টল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান), ই-প্ল্যানেট ট্রাস্টি (আইসল্যান্ডের প্রাইভেট রেজিস্ট্রার কোম্পানি), এসএস মার্কেটিং ম্যানচেস্টার (যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান), পিটিআই ইউএসও এলএলসি-৬১৬০ এবং পিটিআই ইউএসও এলএলসি-৫৯৭৫ থেকে অনুদান নেয়। এমন অনুদান নেয়া ‘পাকিস্তানে নিষিদ্ধ এবং আইনের লঙ্ঘন’ বলে বলা হয়।

এ ছাড়াও পিটিআই কানাডা করপোরেশন এবং পিটিআই ইউকে পাবলিক লিমিটেড কোম্পানি থেকেও অনুদান নিয়েছে। উভয় কোম্পানির কাছ থেকে পাওয়া অনুদান পাকিস্তানের আইনকে লঙ্ঘন করে। এর বাইরেও পিটিআই অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ডানপেক লিমিটেড এবং পাকিস্তানি প্রতিষ্ঠান আনোয়ার ব্রাদার্স, জেইন কটন এবং ইয়াং স্পোর্টসের কাছ থেকেও অনুদান নিয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা বলছে, পিটিআই লাভবান হতে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় এক নারী রমিতা শেঠির কাছ থেকে অনুদান নিয়ে পাকিস্তানের আইন ভঙ্গ করেছে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা পিটিআইয়ের আরও ১৩টি অ্যাকাউন্টের তথ্য পেয়েছে যেগুলো দলটির উচ্চ ও প্রাদেশিক বড় বড় নেতারা খুলেছেন এবং বিদেশ থেকে এসব অর্থ এনেছেন। এ ছাড়া দলটি তিনটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানায়নি যেগুলো পিটিআইয়ের বড় বড় নেতারা পরিচালনা করেন।

এসব পাকিস্তানের নির্বাচন কমিশন আইনের ১৭(৩) (৩) ধারা পরিপন্থী। এই ধারায় বলা হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যাংক হিসাবে যে অর্থ আসবে তার সোর্স উল্লেখ করতে হবে।

পিটিআইয়ের ফাওয়াদ চৌধুরী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, যেসব অর্থ দেশে অনুদান হিসেবে পিটিআই পেয়েছে সবই এসেছে বিদেশে অবস্থান করা পাকিস্তানিদের কাছ থেকে।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন পিএমএল-এন, জেইউআই এবং পিপিপি প্রবাসী পাকিস্তানিদের শত্রু বানাচ্ছেন। আমরা প্রবাসী পাকস্তানিদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করি এবং তারাই পিটিআইকে অব্যাহতভাবে সহায়তা দিয়ে আসছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়