ইমরুল শাহেদ: দেশটির নেতা কিম জন উন কোরিয়া যুদ্ধের একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মোকাবিলায় তার দেশ পুরোপুরি প্রস্তুত আছে। বিবিসি
তার এই মন্তব্য থেকে সকলে অনুমান করছেন যে, উত্তর কোরিয়া সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র গত মাসে সকলকে সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়া যে কোনো সময় পরমাণু পরীক্ষা চালাতে পারে।
উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৭ সালে পরমাণু পরীক্ষা চালায়। যাহোক, এই নিয়ে বর্তমানে কোরিয়া উপত্যকায় বেশ উত্তেজনা চলছে।
উত্তর কোরিয়ায় মার্কিন বিশেষ প্রতিনিধি সাং কিম বলেছেন, উত্তর কোরিয়া এ বছর প্রত্যাশাতীত সংখ্যক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়া ২৫টি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। কিন্তু এ বছরই দেশটি ৩১টি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত জুন মাসে দক্ষিণ কোরিয়া পরীক্ষা চালিয়েছে আটটি ক্ষেপনাস্ত্রের।
১৯৫০ থেকে ‘৫৩ সাল পর্যন্ত চলা কোরিয়া যুদ্ধ একটি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধবিরতি হয়েছে। উত্তর কোরিয়ার দাবি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এই দিবসটিকে উত্তর কোরিয়া প্রতি বছর ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। এদিন মিলিটারি প্যারেড, অগ্নি সংযোগ ও নাচের মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে।
কিম জন উন এই দিবসে দেওয়া বক্তৃতায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকির মুখে উত্তর কোরিয়াকে তো আত্মরক্ষার পথ খুঁজে বের করতেই হবে। তিনি বলেন, উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক মহড়াকে যুক্তরাষ্ট্র ভুল ব্যাখ্যা দেয় ‘উস্কানি’ কথাটি ব্যবহার করে।
আপনার মতামত লিখুন :