শিরোনাম
◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো ◈ সারাভারতে বাজছে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ঘৃণাপূর্ণ সঙ্গীত ◈ অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ (ভিডিও) ◈ ‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম ◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স ◈ টাই‌ব্রেকা‌রে আবাহনীকে হারিয়ে ফেডা‌রেশন কাপ জিত‌লো বসুন্ধরা কিংস ◈ বৃটেনে আসছে নতুন আইন: যৌন অপরাধে দণ্ডিতরা হারাবে থাকার অধিকার ◈ কাশ্মীরের পেহেলগাম ইস‌্যু‌তে পা‌কিস্তা‌নের সা‌বেক দুই হিন্দু - মুসলমান ক্রিকেটা‌রের কথার লড়াই চল‌ছে 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ক্ষেপলেই লন্ডভন্ড হবে পাকিস্তান! ভয়ঙ্কর পরিণতি আঁচ করেই ভাই শাহবাজকে কী পরামর্শ দিলেন বড় ভাই নাওয়াজ?

এল আর বাদল: পহেলগাঁও হামলার বিশ্বের সামনে এমনিতেই অস্বস্তিতে পাকিস্তান। নিজেদের নির্দোষ প্রমাণে মরিয়া ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ করেছে। মুখে গরমাগরম বুলি দিচ্ছেন পাক মন্ত্রীরা। কিন্তু, বাস্তবে যুদ্ধ হলে যে পাকিস্তান ছারখার হয়ে যাবে তা প্রায় সকলেরই জানা। এই পরিস্থিতিতে তাই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তাঁর দাদা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরামর্শ, ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে বিরোধ কমাতে হবে। একই সঙ্গে তাঁকে "অবিলম্বে ভারত-বিরোধী বক্তব্য এড়াতে" পরামর্শ দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা।

ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক বসেছিল। গৃহিত সিদ্ধান্তই, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর দাদা তথা পিএমএল-এন সভাপতি নওয়াজকে জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। --- আজকাল

--- নওয়াজ শরিফ শেহবাজকে কী বলেছিলেন? --
লাহোরে তাঁদের পারিবারিক বাসভবনে দু'জনের মধ্যে এক বৈঠকে নওয়াজ শরিফ ভাই তথা প্রধানমন্ত্রী শেহবাজকে "বন্ধুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশে" ভারত-পাকিস্তান উত্তেজনা সমাধানের জন্য বলেছিলেন বলে একটি সূত্র সিএনএন-নিউজ১৮ কে জানিয়েছে। তাদের দাবি, নাওয়াজ চান শেহবাজ শরিফ ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক উপায় ব্যবহার করুন।

নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে যে, তিনি চান ভারত ও পাকিস্তান উভয়ই আরও কাছাকাছি আসুক।

সূত্র জানিয়েছে, "নওয়াজ জানতে চান কোন ধরণের অ-রাষ্ট্রীয় ব্যক্তিরা ভারত-বিরোধী কর্মকাণ্ড করছে এবং অবিলম্বে তা বন্ধ করা উচিত।

--- পাকিস্তানের ভারত-বিরোধী বক্তব্য--

২২শে এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে পাকিস্তানের তরফে নানা গরমাগরম ভারত-বিরোধী বক্তব্যে দেওয়া হচ্ছে।ধেয়ে আসছে হুঁশিয়ারি। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে এই অঞ্চলে সংকট তৈরিতে পহেলগাঁও হামলার আয়োজনের জন্য অভিযুক্ত করেছেন।

আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, "দিল্লি থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা আমাদের জন্য অবাক করার মতো ছিল না। আমরা অনুমান করতে পারি যে- এই পুরো বিষয়টি এই অঞ্চলে, বিশেষ করে আমাদের জন্য এক ধরণের সঙ্কট তৈরির জন্যই সাজানো হয়েছে।

তিনি কাশ্মীর ইস্যুতে 'সর্বাত্মক যুদ্ধ' শুরুর হুমকিও দিয়েছেন। পাকিস্তান সরকারের আরেক মন্ত্রী হানিফ আব্বাসি, নয়াদিল্লি সিন্ধু জল চুক্তি স্থগিত করলে ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, "যদি ওরা আমাদের জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ওদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত।

আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে আমাদের পারমাণবিক অস্ত্র কোথায় রেখেছি। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সবই তোমাদের লক্ষ্য করে তৈরি।

পাকিস্তানি রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো-জারদারি গত সপ্তাহে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হলে ভারতকে রক্তপাতের হুমকি দিয়েছিলেন। বসেছেন, "সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে - হয় আমাদের জল এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, অথবা তাদের রক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়