শিরোনাম
◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা ◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো ◈ সারাভারতে বাজছে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ঘৃণাপূর্ণ সঙ্গীত ◈ অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ (ভিডিও) ◈ ‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম ◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলে সামরিক ঘাটতি সংকট: সৈন্যরা প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, অর্থোডক্স ইহুদিরা পালানোর পথ খুঁজছে !

ইহুদিবাদী ইসরাইলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ ইহুদি হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ের ইসরাইলের সেনাবাহিনীতে কাজ না করার সমালোচনা করে বলেছেন, শাসকগোষ্ঠীর মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আরও ভারী করছে।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে,ইহুদিবাদী বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড বলেছেন যে তিনি সেনাবাহিনীতে কাজ করতে হারেদিদের অস্বীকৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং যে  কেউ সেনাবাহিনীতে চাকরি করবেন না তিনি মন্ত্রিসভা থেকে এক শেকেলও (ইহুদিবাদী শাসনের মুদ্রা) পাবেন না।

ইহুদিবাদী শাসনব্যবস্থা তার অবৈধ অস্তিত্ব ঘোষণার পর থেকে যেসব জটিল সমস্যার মুখোমুখি হয়েছে তার মধ্যে হারেদি সামরিক পরিষেবার বিষয়টি অন্যতম এবং এটি ইসরাইলের শাসক গোষ্ঠীর ডানপন্থী এবং বামপন্থী রাজনৈতিক  নীতির মধ্যে বড় ধরনের রাজনৈতিক সমস্যা সৃষ্টি করেছে। এছাড়া এ বিষয়টি অধিকৃত অঞ্চলগুলোতে ধর্মনিরপেক্ষ এবং অর্থোডক্স হারেদি ইহুদিদের মধ্যে গভীর ফাটল সৃষ্টি করেছে।

ধর্মনিরপেক্ষ এবং বামপন্থীরা হারেদিদের বাধ্যতামূলক চাকরি করতে বাধ্য করতে চায়,কিন্তু ডানপন্থীরা তাদের সমর্থন করার সময় তাদের তা করতে বাধ্য করতে অস্বীকৃতি জানায়। হারেদিরা বর্তমানে সামরিক চাকরিতে যান না এবং ধর্মীয় বিদ্যালয়ে তাদের জীবন কাটান। বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ আন্দোলনগুলো সামরিক চাকরি থেকে তাদের অব্যাহতি বাতিল করার জন্য একটি আইন পাস করতে চাইছে যা হারেদি এবং তাদের সহযোগী দলগুলোর পক্ষ থেকে কঠোর প্রতিরোধের মুখে পড়েছে।

গাজার বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্টে মোতায়েনের জন্য দখলদার সরকার যখন সৈন্যের ঘাটতির সংকটে তখন হারেদি বাধ্যতামূলক পরিষেবা আইন নিয়ে বিতর্ক বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান ইসরাইলি মন্ত্রিসভার জন্য অন্যতম সংকট হয়ে দাঁড়িয়েছে।

এই প্রসঙ্গে সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সরকারের সেনাবাহিনীতে কর্মীদের তীব্র ঘাটতির কথা স্বীকার করেছেন। বেনেট বলেন,  "এমন সময় কখনও আসেনি যখন ইসরাইলি শাসনব্যবস্থার এত পরিমাণ সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল।"

নাফতালির মতে, ইসরাইলি সেনাবাহিনীতে বর্তমানে ২০,০০০ সৈন্যের অভাব রয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র "ইয়েদিয়ত আহারোনত"ও এক প্রতিবেদনে লিখেছে: "গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে বাহিনীর ঘাটতি সেনাবাহিনীকে সতর্কতামূলক সময়সীমা বাড়াতে বাধ্য করেছে।"

এর আগে,ইসরাইলি কান টেলিভিশন চ্যানেল সরকারের সেনাবাহিনীতে কর্মীর ঘাটতির বিষয়ে রিপোর্ট করেছিল। হিব্রু ভাষার নেটওয়ার্কটি জানিয়েছে যে ইসরাইলি সেনাবাহিনী প্রশিক্ষণ ছাড়াই গোলানি এবং গুয়াতি ব্রিগেড থেকে নতুন সৈন্যদের গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়