শিরোনাম
◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা ◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো ◈ সারাভারতে বাজছে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ঘৃণাপূর্ণ সঙ্গীত ◈ অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ (ভিডিও) ◈ ‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম ◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোষীকে শাস্তি দাও, নিরপরাধীকে নয় : কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

বিবিসি: পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই’ করার আহ্বান জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ তিনি লিখেছেন, ‘দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু নির্দোষদের ক্ষতি করা যাবে না।’

তিনি লিখেছেন, ‘কাশ্মিরের মানুষ সন্ত্রাসবাদ এবং নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে। এখন আমাদের সমর্থন বাড়ানো জরুরি। যেকোনো বিভেদ সৃষ্টিকারী ভুল পদক্ষেপ এড়ানো উচিত।’

গত মঙ্গলবার পহেলগামে চরমপন্থীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এরপরে বিভিন্ন শহরে কাশ্মিরীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

এদিকে পাকিস্তান মুসলিম লীগের সিনেটর ইরফান সিদ্দিকী বলেছেন কাশ্মিরকে গাজায় পরিণত করছে মোদি সরকার। তিনি বলেন ভারতের মনে রাখা উচিৎ যে আমাদের নদীগুলোর মুখে বাঁধ দিতে যদি কোনো ইট দেয়া হয়, তাহলে আমরা সেটির জবাব পাথর দিয়ে দেব।

ভারত শাসিত কাশ্মিরকে ইসরাইলের পথ ধরে গাজায় পরিণত করে চলেছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। শনিবার (২৬ এপ্রিল) এক এক্সবার্তায় এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ভারত এখন বৃহত্তর গণতন্ত্রের দেশ নয়। বরং ভারত এখন পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম নিধন কসাইখানা।

পাকিস্তানি এই সিনেটর বলেন, ইসরাইল প্রদর্শিত পথে চলে নরেন্দ্র মোদি কাশ্মিরকে আরেক গাজা ও ফিলিস্তিনে পরিণত করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, ভারত পাকিস্তানকে সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে। কিন্তু ভারতের মনে রাখা উচিৎ যে আমাদের নদীগুলোর মুখে বাঁধ দিতে যদি কোনো ইট দেয়া হয়, তাহলে আমরা সেটির জবাব পাথর দিয়ে দেব। সুতরাং এমন পদক্ষেপ নিলে এর প্রতিক্রিয়া তেমনই হবে, যেভাবে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হলে দেখানো হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়