শিরোনাম
◈ উপাচার্যসহ অনেকের পদত্যাগ: ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ◈ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত রসায়ন ও অন্যদের ভাবনা ◈ সমা‌লোচনার মধ্যে বিসিবির জরুরি ভার্চুয়াল সভা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ◈ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলার আহ্বানে যা বলেছিলেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস (ভিডিও) ◈ নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু ◈ রিজার্ভ আরও বাড়লো ◈ নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া ◈ খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক: আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত ◈ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়। রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল মধ্য রাতে নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে। পরে সৈন্যরা সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। নিখুঁত অভিযানের ফলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫৪ সন্ত্রাসী নিহত হয়।

এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করে পাক বাহিনী।  আইএসপিআর বলেছে, সন্ত্রাসীদের এই দলটি পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের “বিদেশি প্রভুদের” নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের অনুপ্রবেশের এই চেষ্টা এমন এক সময়ে ঘটেছে, যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ভারত। সন্ত্রাসীরা কাদের নির্দেশ পাকিস্তানে অনুপ্রবেশের করছে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ রাষ্ট্র ও এর নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিশ্বাসঘাতকতার শামিল।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের এই সীমান্তের বিশাল অংশ উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। দুই দেশের সীমান্ত এলাকায় প্রায় অনুপ্রবেশের চেষ্টার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে, জঙ্গি সহিংসতা এবং নিরাপত্তা অভিযান চলতি বছরের মার্চ মাসে তীব্র হয়েছে। ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তানের অবস্থান বিশ্বে দ্বিতীয়। এ ছাড়া গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১টিতে।

২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পরে দেশটিতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে। সূত্র: ডন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়