শিরোনাম
◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে দুর্নীতি-অনিয়মের ২৭টি অভিযোগ তদন্তে দুদক ◈ দ্বিগুণ ভ্যাট প্রস্তাবের পরিকল্পনা, বাড়তে পারে ফ্রিজ-এসির দাম ◈ সৌদি আরব নতুন যে বার্তা দিলো হজ পালন নিয়ে ◈ ‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’ ◈ রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে? ◈ এবার ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে যা বললেন পুলিশ সদর দপ্তর ◈ ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে ◈ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু করা হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ◈ নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় ‘পরিবার ব্যবস্থাপনা ভাঙার নীলনকশা’ দেখছেন শায়খ আহমাদুল্লাহ ◈ সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৫২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের বেলুচিস্তান। 

শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। 

ভয়াবহ এই হামলায় আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে বোমাটি পুঁতে রাখা হয়েছিল। প্রদেশটির রাজধানী কোয়েটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কয়লা খনির আঁতুড়ঘর মার্গাত এলাকায় এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ওপর। গোষ্ঠিটি প্রায়ই নিরাপত্তা বাহিনী, চীনা নাগরিক, জাতিগত পাঞ্জাবি যাত্রী এবং গোলযোগপূর্ণ প্রদেশে শ্রমিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

এর আগে, গত মাসে বেলুচ লিবারেশন আর্মির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শত শত যাত্রী নিয়ে একটি ট্রেন ছিনতাই করে। পরে ট্রেনটি উদ্ধার করতে গিয়ে ২৩  জন সেনা, তিন রেলওয়ে কর্মচারী এবং পাঁচ যাত্রী নিহত হয়। এতে অন্তত ৩৩ বিদ্রোহীও নিহত হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ আফগানিস্তান ও ভারতকে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করার জন্য অভিযুক্ত করে আসছে পাকিস্তান। যদিও নয়াদিল্লি এবং কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়