শিরোনাম
◈ কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি ◈ ভারত কি পাকিস্তানে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে? ◈ আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: শহিদি সমাবেশে সারজিস আলম ◈ কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়! ◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের মহড়া, এলাকায় আতঙ্ক ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার ◈ মনিরুল ইসলাম নারীসহ আটকের দাবি মিথ্যা, বাগেরহাটের শিক্ষকের ভিডিও ছড়ানো হচ্ছে ◈ পিএস্এলএ  কর্মরত ভারতীয়‌দের ফেরত পাঠা‌চ্ছে পাকিস্তান ◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৩১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সায়েম শেখ (১৬) ও আশিক মাতুব্বর (১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তারা। 
 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ভাঙ্গা পৌর সদর এলাকার কলেজ রোডের কাওসার মোল্লার হোটেলের সামনে ওই দুজন পরীক্ষার্থীকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। 
 
গুরুতর আহত দুই পরীক্ষার্থী সায়েম শেখ ও আশিক মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার্থী আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাড়ি থেকে একটি ভ্যানযোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিল। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে ধারালা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  স্থানীয় জনগণ তাদেরকে রক্তাক্ত  উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 
 
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিত মল্লিক জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়