শিরোনাম

প্রকাশিত : ০৫ মে, ২০২২, ০১:৩১ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলিয়ান অ্যাসাঞ্জকে জন্মভূমি অস্ট্রেলিয়ার ফিরিয়ে দেওয়ার দাবিতে ৭ লাখ গণস্বাক্ষর

মাকসুদ রহমান: [২] বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার এই নাগরিকরা গণআবেদনে সই করেন। হোবার্টে সংসদ ভবন লেনে সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিটেনের বেলমার্শ কারাগারে বন্দি অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে স্বাক্ষরিত গণআবেদনটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে। তাসমানিয়ান টাইমসডট কম

[৩] সংবাদ সম্মেলনে অংশ নেন অ্যাসাঞ্জের ভাই গ্রেবিয়েল শিপটন, স্থানীয় সংসদ সদস্য অ্যান্ড্রু উইলকি এবং অ্যাসাঞ্জের পরিবারের আইন বিষয়ক পরামর্শদাতা গ্রেগ বার্নস। 

[৪] অ্যান্ড্র উইলকি বলেন, অ্যাসাঞ্জের ওপর করা আক্রমণ গনমাধ্যমের স্বাধীনতার ওপরই আক্রমণ। 

[৫] গণআবেদনে সাক্ষরকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে অ্যাসাঞ্জের ভাই শিপটন বলেন, এই গণসাক্ষর আমাদের পরিবারের জন্য সমর্থনটা তুলে ধরেছে। 

[৬] নিউজপেসার নাইনের গত বছরের একটি পুলেও দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার ৭০ ভাগ মানুষ অ্যাসাঞ্জকে দেশটিতে ফিরিয়ে আনার পক্ষে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়