কাশ্মীরের হামলার পেছনে যারা আছে, তাদের ‘কল্পনারও বাইরে শাস্তি দেওয়া হবে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত বুধবারের (২৩ এপ্রিল) হামলায় ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক আহ্বান জানিয়েছে মোদি।
সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
এই ঘটনার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে এবং একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে।
যার মধ্যে রয়েছে-
- পাকিস্তানি সামরিক সংযুক্তিদের বহিষ্কার
- ছয় দশকের পুরোনো সিন্ধু জলচুক্তি স্থগিত
- অটারি স্থলসীমান্ত চেকপোস্ট তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা
এছাড়া, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে শেষকৃত্যের জন্য।