ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এআই সক্ষমতাসম্পন্ন অতি গোপনীয়’ সমরাস্ত্রের তথ্য সামনে এনেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওউমার্স হেইদারি। এসব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, শত্রুপক্ষের যেকোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় প্রস্তুত রয়েছে তেহরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি ইরানের বরাতে এ খবর প্রকাশ করেছে মেহের নিউজ।
গত শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, ‘আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে এআই ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ।’
ইরানের আল–আলম সম্প্রচারমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন সামরিক বাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেল। তার ভাষ্যমতে, কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। অনুবাদ: চ্যানেল২৪