শিরোনাম
◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার

অনলাইন প্ল্যাটফর্মের যুগে এসে বর্তমান প্রজন্মের প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত। বিভিন্ন মাধ্যম থাকলেও অধিকাংশই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলের সঙ্গে একটু বেশিই পরিচিত। এর মধ্যে পাকিস্তানে কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের টিকটকে সক্রিয় বেশি দেখা যায়।

প্ল্যাটফর্মটিতে ক্রিয়েটররা সক্রিয় হলেও গত কয়েক মাসে তাদের বেশ বিপাকে পড়তে দেখা গেছে। প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, পাকিস্তানের টিকটক তারকাদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়। এবার ঘটেছে ভিন্ন ঘটনা। দেশটির টিকটকার মি. পাটলোকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট টিকটকার মি. পাটলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্মে একটি বিতর্ককে কেন্দ্র করে মি. পাটলোকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তবে অভিযোগের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইনফ্লুয়েন্সার রজব বাট জানিয়েছেন, মি. পাটলোর বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে একটি মামলা করা হয়েছে। আইনি বিষয় সংবেদনশীল হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে টিকটকারকে কারাগার থেকে মুক্তির জন্য ইতিবাচক ছিলেন রজব বাট।

এ ঘটনায় রজব বাট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, মি. পাটলোকে গ্রেপ্তারের ঘটনায় কোনো নারীকে যেন টেনে না তোলা হয় এবং তার যেন কোনো মানহানি করা না হয়।

প্রসঙ্গত. মি. পাটলো এর আগে কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন। সাবেক স্ত্রী রাবিয়া তার বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। দাবি করেছিলেন, কয়েকজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত মি. পাটলো।

এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। তিনিও বেশ আইনি বিপাকে রয়েছেন। সুগন্ধি ব্র্যান্ড চালু করার পর বিতর্কের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়। এ কারণে নিজ দেশ পাকিস্তানে ফিরতে নারাজ ভূমিকা দেখা গেছে তার মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়