শিরোনাম
◈ দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে কুরআনের দিকেই ফিরতে হবে: জামায়াতে আমীর ◈ দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির বিষয়ে যা বলছে দুদক ◈ বাংলাদেশে চরম দারিদ্র্যের হার বাড়তে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস ◈ বাংলাদেশকে ৩ ক্ষেত্রে সহযোগিতা করবে ইতালি ◈ সর্বদলীয় বৈঠক পাকিস্তান ইস্যুতে, সরকারের যেকোনো পদক্ষেপে ‘পূর্ণ সমর্থন’ বিরোধীদলের ◈ রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান ◈ পুলিশ সপ্তাহ-২০২৫: এবার সরকারের কাছে নির্দিষ্ট ৬ দাবি পুলিশের ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতা মাহমুদুজ্জামানকে অবসরে পাঠিয়েছে সরকার ◈ ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারি গ্রেফতার  ◈ ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স

স্পোর্টস ডেস্ক ; কলকাতা নাইটরাইডার্স নি‌জে‌দের মাঠ ইডেন গার্ডেন্সে পাত্তা পে‌লো না  গুজরাট টাইটান্সের কা‌ছে। তারা হেরেছে ৩৯ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে গুজরাট। -- ক্রিক‌ফ্রেঞ্জি

সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে ১৫৯ রানে থামে কলকাতার ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কলকাতা। এদিন শুরুতেই কলকাতার ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করে ফেরান মোহাম্মদ সিরাজ।

এরপর সুনীল নারিনও আউট হয়েছেন মাত্র ১৭ রান করে। মিডল অর্ডারে দলের ইনিংস একাই টেনেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি ৩৬ বলে ৫০ রান করে আউট হন। শেষদিকে আন্দ্রে রাসেল ১৫ বলে ২১ রান করে আউট হন।

আর অংক্রিস রাঘুবংশী অপরাজিত ১৩ বলে ২৭ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। গুজরাটের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রশিদ খান। একটি করে উইকেট পান সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর ও সাই কিশোর।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন গুজরাটের দুই ওপেনার শাই সুদর্শন ও শুভমান গিল। দুজনে ওপেনিং জুটিতেই যোগ করেন ১১৪ রান।

দারুণ ফর্মে থাকা সুদর্শন ৩৬ বলে ৫২ রান করে ফেরেন। এরপর গিলকে দারুণ সঙ্গ দিয়েছেন জস বাটলার। এই জুটি থেকে আসে আরও ৫৮ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে গিল আউট হয়েছেন ৫৫ বলে ৯০ রান করে।

এরপর রাহুল তেওয়াতিয়া শূন্য রানে ফিরলে বাটলার ও শাহরুখ খান বড় সংগ্রহ নিশ্চিত করেন গুজরাটের। বাটলার ২৩ বলে ৪১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আর ৫ বলে ১১ রান করেন শাহরুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়