কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (২০এপ্রিল ) দুপুরে বাঁশখালী থানা পুলিশের এসআই কামরুল হাসান কায়কোবাদ, এসআই মোঃ মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা হতে নাশকতা মামলার আসামী পৌরসভার উত্তর জলদীর -মোঃ মোস্তফা আলীর পুত্র মোঃ বেলাল (৩৫), এবং চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২ নং ওয়ার্ড এলাকার আবু তাহেরের পুত্র আলা উদ্দিন প্র: কালু (৩০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইফুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত অভিযানেন অংশ হিসাবে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ২ জন আসামীকে গ্রেফতার পুর্বক আদালতে সোর্পদ করা হয়।