রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি তার বাহিনীকে মস্কো সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
ইউক্রেনের পক্ষ থেকে এই ঘোষণার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ক্রেমলিনে এক বৈঠকে রুশ সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভকে উদ্দেশ্য করে পুতিন বলেন, 'মানবিক বিবেচনায়... রাশিয়া ইস্টার সানডেতে যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছে। আমি এই সময়ে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিচ্ছি।'
তিনি আরও বলেন, 'আমরা আশা করি ইউক্রেনও আমাদের এই উদ্যোগ অনুসরণ করবে। একই সঙ্গে আমাদের সৈন্যদের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন, শত্রুপক্ষের উসকানি কিংবা যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।'
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'বিশেষ সামরিক অভিযান'–এর আওতায় থাকা সব গ্রুপ কমান্ডারকে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছে, যা ক্রেমলিন নির্ধারিত যুদ্ধনীতির অংশ।
এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেন যুদ্ধবিরতিকে 'পারস্পরিকভাবে সম্মান' করলে রাশিয়ান বাহিনীও তা মেনে চলবে।