শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:৪০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর সঙ্গে একত্রে অংশগ্রহণে প্রস্তুত ফরাসি বামপন্থী দল

মাকসুদ রহমান: [২] ফ্রান্সের সমাজতান্ত্রিক দল এবং কট্টোর বাম পন্থী দল লা ফ্রান্স ইনসোউমাইস (এলএফআই) বুধবার (৪ মে) আসছে জুন মাসে পার্লামেন্ট নির্বাচন একত্রে অংশগ্রহণে সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স

[৩] ফ্রান্সে চলতি সপ্তাহের শুরুতে দেশটির সবুজ ও কমিউনিস্ট পার্টিরা একটি জোট চুক্তিতে ছিল যেখানে তাদের উদ্দেশ্য ছিল আসছে ১২ থেকে ১৯ জুনের পার্লামেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁকে সংখ্যা গরিষ্ঠতা পেতে না দেওয়া। মূলত ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পরও ম্যাক্রোঁ নির্বাচনি এজেন্ডকে ব্যর্থ করার জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলো। 

[৪] যদিও এলএফআই এর সাংসদ আড্রিয়েন কোয়াটেনেন্স ফরাসি রেডিওকে বলেছিলেন, আমরা ম্যাক্রোঁকে হারাতে পারব এবং আমরা একটি আমূল পরিবর্তন আনতে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।

[৫] যদি এলঅফআই এবং ফরাসি সমাজতান্ত্রিক দল মৈত্রী গঠন করে তবে সেটা হবে ফরাসি বামপন্থীদের গত ২০ বছরের ইতিহাসে প্রথম মৈত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়