শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে কৃষক ভবেশের মৃত্যু নিয়ে চলছে ব্যপক জল্পনা-কল্পনা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে চলছে ব্যপক জল্পনা-কল্পনা। কেউ বলছেন হত্যা আবার কেউ কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু। তবে যাই হোকনা কেন ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসলে বলে মনে করছেন অনেকে।

এদিকে সুরত হাল ও ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পারিবারিকভাবে ভবেশের দাহ সম্পন্ন করা হয়েছে।
অপরদিকে ঘটনার দুইদিন পার হতে চললেও এরিপোর্ট লেখা পর্যন্ত ভবেশের পরিবারের পক্ষ থেকে থানায় কোন প্রকার মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার উপজেলার শহরগ্রাম ইউপি’র বাসুদেবপুর গ্রামের মৃতঃ তারকানন্দ রায়ের ছেলে কৃষক ভাবেশ চন্দ্র রায় (৫২) কে সুস্থ্য অবস্থায় ২টি মোটরসাইকেল যোগে ৪ জন যুবক বাড়ী থেকে তুলে নিয়ে যায়। ৪-৫ ঘন্টা পর রাতে তারা মুঠোফোনে ভবেশের পরিবারকে জানায়, ভবেশ পান সিগারেট খাওয়ার পর ভিষন অসুস্থ্য হয়ে গেছে। তোমরা ফুলবাড়ী হাটে আসো তাকে হাসপাতালে নিতে হবে। পরিবারের লোকজন খবর পেয়ে ভবেশকে ফুলবাড়ি হাট থকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই খবর পেয়ে বিরল থানা পুলিশ কৃষক ভবেশের লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এব্যাপারে মৃতঃ ভবেশের স্ত্রী স্বাত্ত¡না রাণী জানান, রতন, আতিকরা সুস্থ্য অবস্থায় হামার বাড়িওলাটাক নিয়া গেইছে। তাহা হইলে বাড়ীওয়ালাটা (স্বামী) সুস্থ্য অবস্থায় বাড়িত আসিলে নাই ক্যানে বা? আর কি কিহমো বা, যদি কহিবা যাই মোর কোন ক্ষতি হয়। মোর একটায় ছোওয়া বা। পরে যদি কহে ওয় আইনত গেইছে, এইটা কহিসে, ওইটা কহিসে। তখন যদি মোর ছোওয়ালের কোন সমস্যা হয়। স্বামী হারানু। এখন আর মোর ব্যটাটা ছাড়া কেহ নাই বা। এই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

এলাকাবাসী মনে করছেন, হত্যা বা স্বাভাবিক মৃত্যু যাই হোকনা কেন, আমরা এই বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হওয়া দরকার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়