শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু ভিসাধারী শিক্ষার্থীর তথ্য জমা না দিলে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাতে পারে।  

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২৭ লাখ ডলারের দুইটি অনুদান বাতিল করা হয়েছে।

একইসঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষকে ৩০ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু বিদেশি শিক্ষার্থীর অবৈধ ও সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

নোয়েম সরাসরি সতর্ক করে বলেন, যদি হার্ভার্ড তাদের রিপোর্টিং নীতিমালার পূর্ণ অনুসরণে ব্যর্থ হয়, তবে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাবে।

হার্ভার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সচেতন এবং আগের মতোই তাদের অবস্থান স্পষ্ট — তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তবে তাদের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার বিসর্জন দেবে না।

সম্প্রতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রো-প্যালেস্টাইনি প্রতিবাদ বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন একাধিক পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প এসব প্রতিবাদকারীদের পররাষ্ট্র নীতির জন্য হুমকি এবং হামাসের প্রতি সহানুভূতিশীল বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, প্রতিবাদকারীরা বলছে, তারা ফিলিস্তিনের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছে এবং গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে ন্যায্য সমালোচনা করছে, যা কোনোভাবেই চরমপন্থার সমর্থন নয়।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কিছু বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছে এবং শত শত শিক্ষার্থী ভিসা বাতিল করেছে।

নোয়েম আরও বলেন, ৫৩.২ বিলিয়ন ডলারের বিশাল তহবিল নিয়ে হার্ভার্ড চাইলে নিজের বিশৃঙ্খলা নিজেরাই সামলাতে পারে — হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তা করবে না। তিনি দাবি করেন, হার্ভার্ডে আমেরিকান বিরোধী এবং হামাসপন্থী মনোভাব বিস্তার লাভ করেছে।

এদিকে হার্ভার্ড প্রশাসন বলছে, তারা ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্য সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, পাশাপাশি একাডেমিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান জানাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়