শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:২৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে

দুবাইয়ে ২ ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় অপর এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন বলে খবর। মৃত ২ জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। মৃতদের মধ্যে একজন আস্ঠাপু প্রেমসাগর (৩৫) এবং অন্যজন শ্রীনিবাস।পরিবারের অভিযোগ, এক পাকিস্তানি নাগরিক তাদের উপর হামলা চালায়।

ঘটনাটি ঘটে ১১ এপ্রিল।পরিবারের তরফে বলা হয়, নরমাল জেলার সোনান গ্রামের বাসিন্দা প্রেমসাগর গত পাঁচ-ছয় বছর ধরে দুবাইয়ের বেকারিতে কাজ করতেন।তিনি শেষবার দুই বছর আগে পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন। টাকা পয়সার অভাবে প্রত্যেক বছর বাড়িও ফিরতে পারতেন না। প্রেমসাগরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রেমসাগরের কাকা এ. পোষেত্তি, জানিয়েছেন, এখনও তাদের পরিবারের কাছে এই ঘটনায় কোনও খবর পৌঁছায়নি এবং সরকারের কাছে মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছেন। প্রেমসাগরের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

পিটিআইকে নিহতের পরিবার জানিয়েছে, দুবাইয়ের বেকারিতে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এরপরেই অভিযুক্ত তলোয়ার নিয়ে প্রেমসাগর-সহ তিনজনকে আক্রমণ করেন। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয় এবং অন্য জন আহত হয়েছেন। ওই বেকারিতেই সকলে কাজ করতেন বলে খবর।

অন্যদিকে, এক্স পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জি কিশান রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দ্বিতীয় নিহত ব্যক্তি শ্রীনিবাস, যিনি নিজামাবাদ জেলার বাসিন্দা। হামলায় আহত তৃতীয় ব্যক্তি, সাগর, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি শোক প্রকাশ করে রেড্ডি জানিয়েছেন, এই নিয়ে তিনি কথা বলেছেন ভারতের মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তিনি নিহতদের দেহ দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য সাহায্য করেছেন। বিষয়টি নিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন এস জয়শঙ্কর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়