শিরোনাম
◈ এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী ◈ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট এখন পুলিশ! ◈ এনআইডি সার্ভার থেকে অনুমতি ছাড়া তথ্য খুঁজলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির ◈ মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ◈ এএফ‌সি থে‌কে ২.৫ মিলিয়ন ডলার অনুদান পে‌লো বাফুফে ◈ সহজ জ‌য়ে বা‌র্সেলোনা ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ◈ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, অভিযুক্ত সেই যুবক আটক ◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের নতুন প্রস্তাব গাজায় যুদ্ধবিরতির, যা বলছে হামাস

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। মিশরের আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে যে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করতে ইসরায়েলের প্রস্তাব পেয়েছে কায়রো। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে, প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ মিশর। খবর আল জাজিরার। 

এর আগে হামাস আল জাজিরাকে জানিয়েছে, তারা মিশরের মাধ্যমে তাদের কাছে আসা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মূলত হামাসকে আত্মসমর্পনের প্রস্তাব দিয়েছে, এটা কোনো যুদ্ধবিরতি চুক্তি নয়।

তিনি জোর দিয়ে বলেন, হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না। ইসরায়েলের এই দিবা স্বপ্ন নিয়ে কোনো আলোচনা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

হামাসের এই শীর্ষ কর্মকর্তা বলেন, যখন নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার জন্য ‌(যুদ্ধবিরতি) শর্ত দিয়েছেন তখন তিনি জানেন যে, হামাসের অস্ত্রের সঙ্গে তাদের সম্মান জড়িত এবং এটি একটি অসম্ভব দাবি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করার জন্য তিনি (নেতানিয়াহু) এ অসম্ভব দাবিগুলো আরোপ করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইসরায়েল এমন এক সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যখন গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়