শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২২, ০৪:২৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সক্রিয় আরাকান আর্মি

আরাকান আর্মি

ইমরুল শাহেদ: রাখাইনের মংডু টাউনশিপে সামরিক বাহিনী গ্রামবাসীদের গ্রেপ্তার করতে শুরু করেছে। কারণ আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে। সোমবার মংডুর সীমান্ত রক্ষীদের আস্তানায় হামলা দিয়ে ১৪ জনকে আটক করেছে আরাকান আর্মি। তারপর থেকেই শুরু হয়েছে গ্রেপ্তার অভিযান। ইরাবতি

বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে কাইয়িন চং গ্রামের তিনজনকে আটক করে। এর মধ্যে একজন গ্রাম প্রশাসকও রয়েছেন। তার বাড়ি সংঘর্ষের স্থান থেকে পাঁচ মাইল দূরে। এ তথ্য জানিয়েছে আটকদের 

আত্মীয়স্বজনরা। একজন আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘বাড়িতে প্রবেশ করেই তারা আমাদের ফোন ছিনিয়ে নেয় এবং ঘরে ও বাইরে কি যেন খুঁজতে থাকে। আমরা কেউ জানি না তারা কি খুঁজছিল। আমরা এটাও জানিনা তারা কেন এই তিনজনকে আটক করেছে।’

মংডু টাউনশিপে ব্যাপক সেনা সমাবেশ ঘটানোয় এলাকার লোকজন বেশ আতঙ্কে আছে। বাসিন্দারা বলেছেন, বাস চলাচলও বন্ধ হয়ে গেছে মংডুতে। 

আরাকান আর্মির মুখপাত্র খায়িং তুকা রাখাইনের গণমাধ্যমকে বলেছেন, সোমবার জান্তা বাহিনীর উপর হামলাটা ছিল প্রতিশোধমূলক। তারা এর আগে কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে, তাতে ছয়জন আরাকান আর্মির যোদ্ধা নিহত হয়েছে। 

আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাখাইন রাজ্যে এই দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় অসম্ভব। এজন্য রাখাইনে উত্তেজনা আবার বেড়েছে। সূত্রটি বলেছে, যেহেতু দুই পক্ষের মধ্যে সমঝোতা অসম্ভব, সেহেতু যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। সেনা উত্তেজনা এতোই ব্যাপকতা পেয়েছে যে, সেখানে জেনারেল ইয়ার পায়িকে পাঠানো হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সমস্যা সমাধান সম্ভব নয়।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়