শিরোনাম
◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই ইরান নিয়ে সিদ্ধান্ত, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া যাবে বলে তিনি আশা করছেন।

শনিবার ওমানে দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাকে উভয় দেশের কর্মকর্তারাই ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ অ্যাখ্যা দিয়েছিলেন। তারা কয়েকদিনের মধ্যে ফের আলোচনায় বসতে সম্মত হওয়ার কথাও জানান।

এরপরই রোববার ট্রাম্পের এ মন্তব্য এল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইরান তার পরমাণু কর্মসূচি বাদ না দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার তিনি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে তিনি বসেছেন এবং আশা করছেন দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী শনিবার ইতালির রোমে হতে যাচ্ছে।

শনিবার ওমানে যে আলোচনা হয়েছে তা ইরান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা। ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা হয়নি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওমানে ‘ফলপ্রসূ, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ আলোচনা হয়েছে।

শনিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘ঠিকঠাক মতোই’ চলছে।

“শেষ না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এ নিয়ে কথা বলতে পছন্দ করি না, তবে সব ঠিকঠাক মতোই চলছে। ইরান সংক্রান্ত বিষয় মোটামুটি ভালোভাবেই এগুচ্ছে বলে আমি মনে করি,” বলেছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়