শিরোনাম
◈ আমরা পাকিস্তান-ভারতসহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল ◈ নির্বাচনের জন্য এক লাখ ৭০ হাজার রিম কাগজ লাগবে, ব্যয় ৩৬ কোটি ◈ টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল ◈ মগবাজারে  ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে হত্যা, গ্রেফতার ২ ◈ নতুন দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন ◈ ছাত্রনেতার কাছে জিলাপি খেতে চাওয়া সেই ওসি প্রত্যাহার ◈ হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, তিন‌টি বড় ধরণের অনিয়মের চিত্র উ‌ঠে এ‌লো ◈ ভারতসহ ৩ দেশ থেকে বেশ কয়েকটি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা ◈ ইউনূসের বৈশ্বিক গতিশীলতা এবং বাস্তবতার দ্রুত উপলব্ধি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যুটকেসে ভরে গার্লফ্রেন্ডকে হোস্টেলে ঢোকানোর চেষ্টা, অতঃপর...

বান্ধবীকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। একটি বড় স্যুটকেসে ভরে মেয়েটিকে হোস্টেলে ঢোকানোর সময় তিনি ধরা পড়েন। ধারণা করা হচ্ছে মেয়েটি তার গার্লফ্রেন্ড। খবর হিন্দুস্তান টাইমস।

এ ঘটনার পর হৈচৈ পড়ে গেছে হরিয়ানায়। এরইমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ছেলেটি যখন একটি বড় স্যুটকেস নিয়ে হোস্টেলের ভেতরে ঢোকার চেষ্টা করেন তখন নিরাপত্তারক্ষীরা ছাত্রটিকে থামান।

এরপর তারা স্যুটকেসের জিপ খোলেন। সেখানে মেয়েটিকে গুটিসুটি মেরে স্যুটকেসের ভেতরে বসে থাকতে দেখা যায়। সেই সময় হয়ত ছেলেটির কোনো সহপাঠী ভিডিওটি করেন। 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হোস্টেলের নিরাপত্তা কর্মীরা আগে থেকেই লুকিয়ে থাকা মেয়েটি সম্পর্কে জানতে পেরেছিলেন কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। এ ছাড়া মেয়েটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তাও স্পষ্ট নয়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

এক্সে একজন লিখেছেন, এটি স্যুটকেস ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা উচিত।

আরেকজন লিখেছেন, এ ঘটনা নিয়ে নিশ্চয়ই তারা আগে থেকেই অনেক পরিকল্পনা করেছে। বুদ্ধিমানের মতো কাজ করেছে তারা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়