কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকা হতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে মোঃ আদিব (২৩) নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ) সকালে এনএসআই এর তথ্যের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোঃ সাইফুল ইসলামের যৌথ অভিযান পরিচালনা করে এসএসসি-২০২৫ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত অভিযোগে মোঃ আদিব (২৩) কে আটক করেছেন।
আটক আদিব চট্টগ্রামের এমইএস কলেজের রাস্ট্রবিজ্ঞান বিষয়ে ২য় বর্য়ের ছাত্র এবং বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চাঁনপুর গ্রামের আবুল কাশেম ও ইসমত আরা বেগমের পুত্র । প্রশাসনের প্রদত্ত মতে আদিব দীর্ঘদিন যাবৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রয় করে থাকে। উল্লেখ্য গত ১০এপ্রিল থেকে সারাদেশের ন্যায় বাঁশখালীতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।