শিরোনাম
◈ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ◈ চারুকলায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর: ঢাবি উপাচার্য ◈ কার স্বার্থ রক্ষায় ‘কালাকানুনে’ আটক মেঘনা! ◈ এবার কালিয়াকৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা! ◈ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের, উত্তেজনা ◈ ৬৭ শতাংশ ঋণ বাড়াবে এডিবি ◈ ভুটা‌নে ফুটবল লিগ খেল‌তে উড়াল দি‌লেন বাংলা‌দে‌শের ৫ নারী খে‌লোয়াড়  ◈ গোল খে‌য়ে পি‌ছি‌য়ে পড়া আল নাসর রোনালদোর জোড়া গোলে জয় পে‌লো  ◈ গোল কর‌তে পা‌রে‌নি বা‌র্সেলোনা, আত্মঘাতী গোলে জয় পে‌য়ে‌ছে তারা   ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে এখন পর্যন্ত প্রতিনিধিত্ব করেছে বাংলা‌দেশসহ ১২৬ দেশের ফুটবলার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক শাওয়ার গ্রেট এগেইন, এবার গোসলের পানি ব্যবহার নিয়ে যে নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প

গোসলের পানি ব্যবহার সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেন বাড়িঘরে গোসল, থালা-বাসন ধোয়া, কাপড় কাচা ও গাড়ি ধোয়ার মতো গৃহস্থালী কাজে পানির অপচয় রোধ করতে পানি ব্যবহারে যে সীমারেখা জারি করেছিলেন, তা বাতিল করে দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এই আইনকে বলা হচ্ছে ‘মেক শাওয়ার গ্রেট এগেইন।’ গতকাল শুক্রবার প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ট্রাম্প। 

স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আমি শাওয়ার নিতে পছন্দ করি। আমি আমার সুন্দর চুলের যত্ন নিতে পছন্দ করি এবং এজন্য প্রয়োজন একটি চমৎকার শাওয়ার। কিন্তু যখন আমি শাওয়ারের নিচে দাঁড়াই, ফোঁটায় ফোঁটায় পানি পড়ে এবং আমার চুল ভিজতে লাগে ১৫ মিনিট। এটা হাস্যকর।’

২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা সুপেয় পানির অপচয় রোধ করতে গৃহস্থালী কাজে পানির ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এরপর বাসাবাড়ির পাইপলাইনে পানি প্রবাহের গতিতে সীমারেখা টানা হয়েছিল। কারণ পাইপলাইনে পানির প্রবাহের গতি বেশি থাকলে পানির অপচয়ের সম্ভাবনাও বাড়ে।

এর পর ২০১৭ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।  সেসময় প্রবাহের গতি সীমিত সংক্রান্ত আদেশও বাতিল করেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে জয়লাভ করার পর আবার ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের ওবামার সেই আদেশ পুনর্বহাল করেন। এবার ফের তা বাতিল করলেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়