শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ যৌন সহিংসতা চালাচ্ছে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ সদস্যরা: অ্যামনেস্টি

গৃহযুদ্ধের কৌশলের অংশ হিসেবে সুদানে ভয়াবহ যৌন সহিংসতা এবং গণধর্ষণ চালাচ্ছে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশিত ৩০ পৃষ্ঠার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানায়।

অ্যামনেস্টি আরএসএফকে 'সারা দেশে লোকদের অপমানিত, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং স্থানচ্যুত করার জন্য ব্যাপক যৌন সহিংসতা' চালানোর জন্য অভিযুক্ত করেছে।

অ্যামনেস্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিপ্রোস মুচেনা বলেছেন, আরএসএফ বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারীদেরকে এই গৃহ যুদ্ধের সময় অকল্পনীয় নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, খার্তুমে একজন নারীকে ৩০ দিন যৌন দাসি হিসেবে রাখা; সেই সঙ্গে গুরুতর মারধর, গরম পানি এবং ধারালো ব্লেড দিয়ে নির্যাতন ও হত্যা করা।

একজন ৩৪ বছর বয়সী পাঁচ সন্তানের মা তার ওপর চালানো অত্যাচারের বর্ণনা দিয়ে বলেন, ২০২৩ সালের মে মাসে তাকে আরএসএফ ইউনিফর্ম পরা ৭ জন পুরুষ নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল। তার সঙ্গে আরও ৩ জন নারীকে বন্দী করা হয়।

তিনি বলেন, আমাকে সেই বাড়িতে ৩০ দিন আটকে রাখা হয়েছিল, যেখানে তারা প্রায় প্রতিদিনই আমাকে ধর্ষণ করতো।

ওমদুরমানে ধর্ষণের শিকার আরেক নারী বলেন, নারীরা এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন না বা অংশগ্রহণ করছেন না, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা।

১৫ এপ্রিল ২০২৩ সাল থেকে আরএসএফ দেশটির নিয়ন্ত্রণের জন্য সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়