শিরোনাম
◈ খুব সহজেই ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড ◈ বৈষম্য কমবে আসন্ন বাজেটে, অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত ◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় আবারও চরমপন্থী সংগঠনের আতঙ্ক, দিনে দুপুরে গুলি

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ায় দিনে-দুপুরে চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রশিদের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে শহরের গোশালা সড়কে রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোশালা সড়কের প্রবেশমুখে কয়েকটি বাড়ির পরেই রশিদের ডুপ্লেক্স বাড়ি। বাড়িটি এখনোর নির্মাণকাজ শেষ হয়নি। এর মধ্যে দোতলায় তিনি পরিবার নিয়ে বাস করেন। ঘটনার সময় বাড়িতে রশিদের স্ত্রী, ছেলে ও পুত্রবধূ ছিলেন। আবদুর রশিদ এ সময় খাজানগর এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। গুলির খবর পেয়ে রশিদ বাড়িতে যান। গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাড়িতে উপস্থিত থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলির খোসা জব্দ করে নিয়ে যান। পরে তাঁরা রশিদের সঙ্গে কথা বলেন।

আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। সদর উপজেলার খাজানগর এলাকায় তার বেশ কয়েকটি চালকল আছে। এ ঘটনার সময় আবদুর রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। ঘটনার খবর পেয়ে বাড়িতে যান তিনি। 

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, গুলির ঘটনা জানতে পেরে আমি তাৎক্ষণিক বাড়িতে আসি। এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই, বেলা পৌনে ২টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুজন ব্যক্তি বাণী হলের দিক থেকে এসে বাড়ির সামনে দাঁড়ায়। এরপর বাড়ি লক্ষ্য করে দুটি গুলি চালিয়ে একই রাস্তা ধরে শহরের দিকে চলে যায়। এতে বাড়ির বাইরের কাচের গ্লাস ভেঙে যায়। বিষয়টি আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে কথা বলতে আবদুর রশিদের ভাতিজা খাজানগর এলাকার গোল্ডেন অটো রাইস মিলের মালিক ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক শিল্পপতি জিহাদুজ্জামান  বলেন, ‘সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলায় বেশ কয়েকটি বড় হাটের ইজারা আহ্বান করা হয়েছে। এর মধ্যে আইলচারা পশুর হাটের দরপত্র কেনা হয়েছে। এই হাটের দরপত্র উত্তোলন করায় চরমপন্থী সংগঠনের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি আমলে না নিয়ে দরপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু চাচা (রশিদ) আমাদের প্রধান অভিভাবক। তাঁর পরামর্শেই ব্যবসা-বাণিজ্য করা হয়। তাঁর বাসায় গুলির ঘটনাটি দরপত্রকেন্দ্রিক মনে করছি। এতে বিএনপির মধ্যে থাকা বিপথগামী কয়েকজন নেতাও জড়িত থাকতে পারেন।’

সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম বলেন, ‘আবদুর রশিদ ও তাঁর ভাতিজা আওয়ামী লীগের দোসর। তাঁরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হানিফের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য ও হাটঘাট ইজারা নিয়ে চলেছে। চলতি মৌসুমে এই হাটের দরপত্র কিনেছিলাম। চরমপন্থীরা আমাকেও অংশ না নিতে হুমকি দিয়েছিল। এ জন্য আর এগোয়নি। এখন কেন আমার নাম আসছে?’ তিনি বলেন, ‘এলাকায় রশিদদের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। এ জন্য আমার রাজনীতিকে হেয় করতে আমার নাম ব্যবহার করছে। এসব ঘটনার সঙ্গে আমি বিন্দুমাত্র সংশ্লিষ্ট নই। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করতে পারে।’

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, গুলিটি ভবনের তৃতীয় তলার কাচ ভেদ করেছে। গুলির খোসা জব্দ করা হয়েছে। তবে সেখানে কোনো বাসিন্দা থাকেন না। গুলির ঘটনায় সিসি টিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে এর আগে এই ২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

কুষ্টিয়ার সাধারণ জনগণ বলছে, দিনে দুপুরে এভাবে একজনের বাড়িতে ও সরকারি অফিসের মধ্যে গুলি বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে । আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেসব বাহিনী আছেন সকলের সমন্বয় আরও কঠোর অবস্থানে যেতে হবে বলে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়