শিরোনাম
◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা!

ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপির এক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে স্থানীয় ভাটপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

গত রবিবার ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে হাঁটার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত যায় ওই শোভাযাত্রা। পরবর্তীতে একটি ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অর্জুনের ডান হাতে রয়েছে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলি পতাকা। ওই শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইসরায়েলের পতাকা উড়তে দেখা যায়। 

সেই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ইতোমধ্যেই সোমবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি। যথাযথ গুরুত্ব আরোপ করে অভিযোগটি যাতে 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (এফআইআর)-এ পরিণত করা হয় তারও আর্জি জানানো হয়েছে। 

অর্জুন সিং এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধেও ওই একই অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগ পত্রে বলা হয়েছে, একটি ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত থেকে ইসরায়েলের পতাকা বহন করে অর্জুন সিং, প্রিয়াঙ্গু পান্ডেসহ স্থানীয় বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও চিত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করতে ইন্ধন জুগিয়েছে। সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। 

মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমনাথ শ্যাম অভিযোগ করেন 'ব্যারাকপুর এর সাবেক সাংসদ অর্জুন সিং সব সময় একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে। রামনবমী শোভাযাত্রাতেও অন্য দেশের (ইসরায়েলের) পতাকা হাতে নিয়ে ঘুরতে দেখা গেছে অর্জুন সিং'কে। এর মাধ্যম দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, আগামী দিন অন্য কোন দেশের পতাকা দেখাবেন। এর মাধ্যমে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে। বিশেষ করে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে- সেই প্রেক্ষিতে অর্জুন সিং এর উদ্দেশ্য ছিল একটা ধর্মীয় সহিংসতার পরিবেশ তৈরি করা। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং বলেছি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।' 

সোমনাথ শ্যামের প্রশ্ন 'অর্জুনের ইচ্ছা হলে তিনি তার বাড়িতে ইসরায়েলের পতাকা লাগাতে পারেন কিন্তু একটি শোভাযাত্রা থেকে কেন ইসরায়েলের পতাকা তুলবেন?'  সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়