শিরোনাম
◈ এনসিপি নির্বাচন কমিশন সংস্কারের আগে নিবন্ধন করবে না: রিজওয়ানা হাসান ◈ অ্যাথলেট জ‌হির রায়হান ছয় মাসের জন্য নিষিদ্ধ  ◈ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান, পিএস‌জি ও আ‌র্সেনাল মুখোমু‌খি  ◈ আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার ◈ সরকারের মালিকানা কমলো গ্রামীণ ব্যাংকে ◈ গাজা যুদ্ধ জিম্মি মুক্তি দিলেই অবিলম্বে যুদ্ধ বন্ধ হবে: যুক্তরাষ্ট্র ◈ লন্ডনে কী আলোচনা হলো, জানালেন জামায়াত আমির (ভিডিও) ◈ বাংলাদেশে মানবিক সহায়তা বাড়িয়েছে সুইডেন ◈ বৈঠকে আমরা সন্তুষ্ট নই, কঠোর আন্দোলনের ডাক আসবে: কারিগরি শিক্ষার্থীরা ◈ গণতন্ত্র শক্তিশালী করতে বিএনপির গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়: ড. আলী রীয়াজ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, কার্যকর বুধবার থেকেই: হোয়াইট হাউজ

চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত (বুধবার) থেকেই এটি কার্যকর হচ্ছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, চীনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। আমেরিকা অক্রান্ত হলে প্রেসিডেন্ট আরও দৃঢ় পদক্ষেপ নেন। এজন্যই আজ (মঙ্গলবার) মধ্যরাত থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।

চীনের সঙ্গে প্রেসিডন্ট ট্রাম্প বাণিজ্য চুক্তি করবেন কি না- এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, চাইনিজরা চুক্তি করতে চায়। তারা কেবল জানে না এটা কীভাবে করতে হবে।

গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের নেতারা চলমান বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন।

চীনের প্রতিক্রিয়ার বিপরীতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, কালকের মধ্যে যদি চীন তাদের নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্রও ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়