শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিকদারবাড়ী নামক স্থানে যমুনা পেট্রোলিয়াম তেলবাহী একটি ট্রলির চাপায় মো. খলিলুর রহমান (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত খলিলুর রহমান উপতেলার শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল হাসেম প্যাদার পুত্র। তিনি আমতলী পৌরসভার ওয়াপদা সড়কে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নিহত শিক্ষক খলিলুর রহমান নিজ মোটরসাইকেল যোগে তার কর্মস্থল আমতলীর সীমান্তবর্তী শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন।, ওই সময় পথিমধ্যে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিকদারবাড়ী নামক স্থানে পৌছা মাত্র যমুনা পেট্টোলিয়াম কোম্পানীর একটি তেল বোঝাই ট্রলি খলিলুর রহমানকে পিছন থেকে ধাক্কা দেয়। ওই সময় খলিলুর রহমান ছিটকে সড়কে পরে বুকে এবং পাঁজরে গুরুতর আঘাত পান। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালের সামনেই এ্যাম্বুলেন্সে বসে মারা যান। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রোকনুজ্জামান রাশেদ জানান, নিহত সহকারী শিক্ষক খলিলুর রহমানের ডান পাশের পাঁজর ভেঙ্গে গেছে এবং বুকে আঘাতের কারনে শ্বাসকষ্ট হচ্ছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তেলবাহী ট্রলিটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়