শিরোনাম
◈ গাজা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যা বললেন ট্রাম্প ◈ ইউনূস-মোদি বৈঠক: আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা ◈ ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা আসছেন ঢাকায়, যেসব বিষয় গুরুত্ব পাবে  ◈ ৬ হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায় আর আমি ৩২৩ ধারার মামলায় জামিন পাই না: ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ সাগরে লঘুচাপ, যা জানালো আবহাওয়া অধিদপ্তর ◈ গাজা ইস্যুতে এবার রাজপথে নামছেন আজহারি, দেখুন ভিডিওতে ◈ যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ ◈ ‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’ ◈ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ◈ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে। রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে হাঁটার সময় কচ্ছপটির মৃতদেহ দেখতে পান পর্যটকরা। পরে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় তিন ফুট। কচ্ছপটির গায়ে জালের দাগ দেখা গেছে। হয়তো জেলেদের জালে আটকে গিয়ে শ্বাসরোধে মারা গেছে। পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে।
 
আমরা কুয়াকাটাবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকাশ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এটি একটি পূর্ণবয়স্ক অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ। বনবিভাগের সমন্বয়ে কচ্ছপটির মৃতদেহ মাটি চাপা দেওয়া হচ্ছে।’
 
সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক ভয়াবহ সংকেত। তাই কচ্ছপের মৃত্যুরোধে সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা অত্যন্ত জরুরি। অন্যথায় কচ্ছপসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীরা অস্তিত্ব সংকটে পড়বে।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি একটি সামুদ্রিক সরীসৃপ, চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না, সবচেয়ে স্পষ্ট পার্থক্য হল প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়