শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ ◈ ‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’ ◈ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ◈ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির ◈ আমরা এমন কিছু পদক্ষেপ নেবো বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব ◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ ◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা: তদন্তের প্রতিশ্রুতি ইসরায়েলের

গাজায় ১৫ স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রকাশিত এক ভিডিওর জেরে নিজেদের আগের অবস্থান থেকে তারা সরে এসেছে৷

গত ২৩ মার্চ গাজায় কয়েকটি অ্যাম্বুলন্সে হামলায় ১৫ জন নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ এক বিবৃতিতে তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত ‘সব দাবি এবং প্রকাশিত সব নথি  পুঙ্খানুপুঙ্খ ও গভীরভাবে খতিয়ে দেখার মাধ্যমে ঘটনার পরম্পরা ও পরিস্থিতি কীভাবে সামলানো হয়েছে তা বোঝার চেষ্টা করা হবে'৷ 

ইসরায়েলের সামরিক বাহিনী আরো জানিয়েছে, যুদ্ধের সময় ‘ব্যতিক্রমী ঘটনার দায় পরীক্ষার জন্য দায়িত্বপালনকারী' একটি বিশেষজ্ঞ দলের মাধ্যমে এই ঘটনার তদন্ত করা হবে৷

এই হামলার সময়কার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট৷ তাতে ১৫ জন প্যারামেডিক্স ও বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী আগে যেই ব্যাখ্যা দিয়েছিল তা প্রশ্নের মুখে পড়েছে৷ ভিডিওটিতে দেখা যায় রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্সের একটি দল তাদের জরুরি সেবার গাড়ি বহর নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল৷ গাড়িতে অ্যাম্বুলেন্সের চিহ্ন পরিষ্কারভাবে দৃশ্যমান ছিল  এবং দমকল বাহিনীর ট্রাকের হেডলাইট ও নীল আলো জ্বালানো ছিল৷ হঠাৎই বহরটির উপরে অতর্কিত গুলি ছোঁড়া হয়, স্বল্প বিরতি দিয়ে যা প্রায় পাঁচ মিনিট ধরে চলতে থাকে৷

হামলার ঘটনার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছিল হেডলাইট না থাকা সন্দেহজনক বেশ কিছু বাহনে তারা গুলি ছোঁড়ে৷ হামলায় হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা নিহত হয় বলে দাবি করেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা৷ উৎস: ডয়চে ভেলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়