শিরোনাম
◈ সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান সার্জিস আলমের ◈ আরব আমিরাতের অর্থায়‌নে দে‌শের  ৮ বিভাগে হবে স্পোর্টস হাব ◈ লেস্টার সি‌টির ফুটবলার হামজা চৌধুরীর অ‌ভি‌ষেক হ‌বে জাতীয় স্টেডিয়ামে   ◈ গাজায় স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা: তদন্তের প্রতিশ্রুতি ইসরায়েলের ◈ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে: আশিক মাহমুদ ◈ অর্থনীতি স্থিতিশীল থাকায় আইএমএফের সন্তোষ প্রকাশ: অর্থ উপদেষ্টা ◈ রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল! ◈ ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ◈ যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্য শুল্ক ছাড় পেতে পারে তার তালিকা করছে এনবিআর ◈ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ শরীয়তপুরের জাজিরায় গ্রেফতার ৮

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:২৪ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

সূত্র জানায়, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর জিয়ো নিউজের।  

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সূত্র জানায়, সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনঃপ্রবেশ ও অবস্থানে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। 

সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এ ছাড়া পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন। আবার কেউ কেউ অবৈধভাবে থেকে যান। অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুবাদ: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়