টাইমস অফ ইসরাইল: গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তিনি বৃহস্পতিবার হাঙ্গেরি সফর করেন। এদিকে হাঙ্গেরি আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহের প্রথম দিকে তার সাথে দেখা করতে পারেন।
ট্রাম্প বলেছেন, তিনি বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। তিনি আশা করছেন, ইসরাইলি নেতা সম্ভবত আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
এর আগে গত ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন নেতানিয়াহু। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোনো বিদেশী নেতা হিসেবে নেতানিয়াহুই প্রথম তার সাথে দেখা করেন।
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
আইসিসি গত নভেম্বরে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তিনি বৃহস্পতিবার হাঙ্গেরি সফর করেন। এই প্রথমবারের মতো ইউরোপের মাটিতে পা রাখলেন তিনি।
হাঙ্গেরিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার গোষ্ঠীগুলো নেতানিয়াহুকে গ্রেফতার করে আইসিসির কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে। কিন্তু হাঙ্গেরি আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রও আইসিসির সদস্য নয়।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটির বেশ কয়েকটি এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে ও তাদেরকে অবিলম্বে গাজা উপত্যকার দক্ষিণে অংশে চলে যাওয়ার নির্দেশ দেয়। মার্চ মাসে ইসরাইল দুই মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করার পর এই নির্দেশ দিলো।
ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘গাজার পুরাতন শহর ও গাজা শহরের আল-সাব্রা, তেল আল-হাওয়া ও পশ্চিম জেইতুনের আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে এবং দক্ষিণ গাজায় চলে যেতে হবে।’
বিবৃতি অনুসারে, সেনাবাহিনী ’আক্রমণের আগে একটি পূর্ব এবং চূড়ান্ত সতর্কতা’ জারি করেছিল, যাতে ফিলিস্তিনিরা অবিলম্বে আল-মাওয়াসি এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে স্থানান্তরিত হয়।