শিরোনাম
◈ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে : তথ্য উপদেষ্টা ◈ ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা ◈ লন্ডনের পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান (ভিডিও) ◈ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ◈ যুক্তরাজ্যে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় পলাতক চার মন্ত্রী! ◈ কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে ◈ অবিশ্বাস্য লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ! ◈ ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা অনৈতিক: মার্কিন আইনপ্রণেতারা ◈ দিনাজপুর মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীর সমাগমে সরগরম ও প্রাণবন্ত ◈ তাইওয়ানের চারপাশে চীনের বড় সামরিক মহড়া!

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের হাতে আটক থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি ইয়ার্ডেন বিবাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। খবর এএফপি।

ইয়ার্ডেন বিবাসের স্ত্রী সিরি বিবাস ও তাদের দুই সন্তানও হামাসের হাতে জিম্মি ছিলেন। তবে গাজায় ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ার্ডেনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে ইয়ার্ডেন বলেন, ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি অসম্ভব হয়ে পড়ছে।

রোববার (৩০ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

তিনি আরও বলেন, আমি জানি, ট্রাম্প সাহায্য করতে পারেন। আমি আজ এখানে শুধু তার কারণেই। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। যা টানা ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায়।

এমনকি ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলের হামলা থামেনি। গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৪ হাজার ৪০০ জন আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়