শিরোনাম
◈ মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা থাইল্যান্ডে  ◈ বাংলাদেশের ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক: আল জাজিরার রিপোর্ট ◈ কাঁটাতার বসাতে গেলেই বাধা দেয় মমতার লোক: বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহ (ভিডিও) ◈ পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা ◈ সরি, সংস্কার করা আপনাদের দায়িত্ব না: অন্তর্বর্তী সরকারকে আমির খসরু ◈ ভারত থেকে সুতা আমদানি বন্ধের নির্দেশ ◈ ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে’ ◈ ভারতের অর্থনীতি তিন থেকে ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাবে : চিদাম্বরমের সতর্কবার্তা ◈ আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ যৌথ বাহিনী অভিযানে গ্রেফতার ২৮০ 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৩:৫৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভে এসে স্বামীর আত্মহত্যা, ৪৪ মিনিট ধরে দেখেন স্ত্রী-শাশুড়ি!

স্ত্রীর প.রকীয়ার জেরে ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। স্বামী নিজেকে শেষ করেছেন, সেটি ৪৪ মিনিট ধরে লাইভে দেখেছেন স্ত্রী ও শাশুড়ি। স্বামীকে বাঁচাতে পুলিশ কিংবা পরিবারের কাউকেই কিছু জানালেন না তারা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার পর স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়া জেলায় স্ত্রী ও তার শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ২৬ বছর বয়সি যুবক ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা করেছেন। সেই সময় তার স্ত্রী স্বামীকে থামানোর চেষ্টা না করে ৪৪ মিনিট ধরে সেই দৃশ্য দেখেন। ঘটনাটি ঘটেছে রেওয়া জেলার সিরমৌর তহসিলের মাহরি গ্রামে।
 
ইন্ডিয়া টুডে বলেছে, বছর দুয়েক আগে বৈকুণ্ঠপুরের রিমারি গ্রামের বাসিন্দা প্রিয়া শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল শিবপ্রকাশ ত্রিপাঠীর। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও কয়েক মাস পর গোপনে অন্য কারও সঙ্গে কথা বলা শুরু করেন প্রিয়া।
 
বিষয়টি জানতে পেরে শিবপ্রকাশ পরিবারের সদস্যদের কিছু জানাননি। তিনি সব রকম পরিস্থিতিতে নিজের দাম্পত্য জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকেন। এরই মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ক্রাচে ভর দিয়ে হাঁটাচলা করতেন শিবপ্রকাশ।
 
সেই সময় সদ্যোজাতককে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে চলে যান প্রিয়া। এ সময় শিবপ্রকাশ শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও প্রিয়া শ্বশুরবাড়িতে আসেননি। এছাড়া শিবপ্রকাশকে মারধরের অভিযোগও রয়েছে।
 
ঘটনার দিন আত্মহত্যার ১৫ মিনিট আগে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে এসে কারও সঙ্গে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যান শিবপ্রকাশ। ইনস্টাগ্রামে লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় তার স্ত্রীও তার মৃত্যুর দৃশ্য সরাসরি দেখছিলেন, কিন্তু তিনি পরিবারের কাউকে বা পুলিশকে এ বিষয়ে অবহিত করেননি।
 
পরিরবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। সাব-ডিভিশনাল পুলিশ উমেশ প্রজাপতি জানিয়েছেন, সিরমৌর পুলিশ মৃতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। মৃতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কিছু প্রমাণ পেয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়