শিরোনাম
◈ থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ◈ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল থাইল্যান্ড: ধসে পড়ল ৩০ তলা ভবন, ব্যাংককে জরুরি অবস্থা জারি ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত ◈ বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন : প্রধান উপদেষ্টাকে জানালেন শি জিনপিং ◈ আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন, চীনা বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা ◈ উড়াল ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কে উত্তরে স্বস্তির ঈদযাত্রা ◈ আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে: ইশরাক ◈ ইশরাক যদি মেয়র হয়, তাহলে আমাকে একদিনের জন্য হলেও এমপি দিতে হবে: হিরো আলম (ভিডিও) ◈ কিছু সংস্কার প্রস্তাবে দ্বিমত বিএনপির, নানা প্রশ্ন

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০২:৩০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় অন্তত ছয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪ জন। দেশটির মদিনা ও মক্কা শহরের মধ্যবর্তী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতরা ইন্দোনেশিয়ার নাগরিক বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তরের ওয়াদি আল আকিকের মহাসড়কে গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটেছে। 

এই দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেলকে জানানো হয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুধা নুগ্রাহা এক বিবৃতিতে বলেছেন, মদিনা-মক্কার মহাসড়কে দুর্ঘটনার শিকার বাসের ২০ যাত্রী হতাহত হয়েছেন। প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহতদের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় বলে জানা গেছে। পরে বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সময় গাড়িটি ওমরাহযাত্রী ও তাদের সহকারী কর্মীদের বহন করছিল।

দুর্ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেল তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্ধারে ঘটনাস্থলে একটি নিরাপত্তা দল মোতায়েন করেন।  সূত্র: গালফ নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়