শিরোনাম
◈ বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ ময়মনসিংহের আলোচিত চারজন বসতির সেই উমানাথপুর গ্রাম বিক্রি হয়ে গেছে ◈ বালুমহালের ইজারা পেতে সেনা সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৮ নেতার পদ স্থগিত ◈ বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, গোপনে চলছে প্রশিক্ষণ! ◈ ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার সাথে সারজিসের তর্ক-বিতর্ক (ভিডিও) ◈ রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তামিম ইকবাল ◈ ভারতে ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস, বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা ◈ পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন লিটন দাস, নাহিদ ও রিশাদ ◈ তুরস্কজুড়ে বিক্ষোভ আরও তীব্রতর হয়েছে, ব্ল্যাকআউটেও নিয়ন্ত্রণের বাইরে ◈ দেশে রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালল হুথিরা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে, ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে, ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজিয়ে ছিল। পরবর্তীতে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী ভূপাতিত করে।

এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান শুরু করেছে, যার পাল্টা হিসেবে হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকেও হুথির ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল।

গোষ্ঠীটি শনিবার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি ছিল গত দুই দিনের মধ্যে তৃতীয় হামলা।

হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমাকে অনিরাপদ রাখবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরুর ঘোষণা দিয়েছিলেন এবং তেহরানকেও সতর্ক করে দেন, যেহেতু তারা এই গোষ্ঠীকে সহায়তা প্রদান করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়