সৌদি আরবে প্রচুর বৃষ্টি হয়েছে।সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মক্কায়। শুক্রবার এই অঞ্চলে ৬৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিবিষয়ক মন্ত্রণালয় গতকাল শনিবার জানায়, ২৪ ঘণ্টার মধ্যে দেশের ১০টি অঞ্চলে বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখেছে মক্কা। এ ছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আসির, হাইল, জাজান, নাজরান, আল বাহা এবং আল জৌফেও বৃষ্টি হয়েছে।
মক্কা-তায়েফের আল হাদা পার্ক এলাকায় শুক্রবার বৃষ্টি হয়েছে ৪২ দশমিক ৮ মিলিমিটার। এর পরেই রয়েছে আল জুমুক এবং আল শাফা। এই দুই শহরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে ৪০ দশমিক ৪ মিলিমিটার এবং ২৭ দশমিক ৩ মিলিমিটার। সৌদির উপকূলীয় শহর জেদ্দার বাদশাহ আবদুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।