শিরোনাম
◈ ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি ◈ মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেফতার ◈ ভারত কেন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, প্রশ্ন যোগী আদিত্যনাথের ◈ অপহৃত আ. লীগ নেতাকে উদ্ধার, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ আটক ৫ ◈ বাংলাদেশের হামজাকে নিয়ে উন্মাদনায় ভারতীয় সমর্থকরা ◈ সৌদি আরবে ৫ লাখ রিয়ালের ক্রিকেট টুর্নামেন্ট, আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ◈ অতিকথন মোটেও ভালো নয়, আপনি সীমা লঙ্ঘন করেছেন : হাসনাতকে জিল্লুর রহমান (ভিডিও) ◈ বাফুফেকে অনুসরণ করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ◈ ক্রিকেটারদের অভিযোগে আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে ইরফান পাঠান বাদ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০১:৫৩ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র এই প্রথম উচ্চ প্রযুক্তির লেজার নিয়ন্ত্রিত রকেট বিক্রির অনুমোদন দিল সৌদি আরবের কাছে, কী আছে এতে 

সৌদি আরবের কাছে প্রথম উচ্চ প্রযুক্তির নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যার মূল্য আনুমানিক ১০০ মিলিয়ন ডলার। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা 

দ্য অ্যাডভান্স প্রিসিয়াস কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) হলো একটি লেজার নিয়ন্ত্রিত রকেট। যেটি আকাশ ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগন। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই অস্ত্র বিক্রির অনুমোদন সৌদি আরবকে বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে এবং বড় ধরনের ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হবে। 

এই অস্ত্র ব্যবহার করে কম খরচে বিশেষ করে হুতি বিদ্রোহীদের স্বল্প মূল্যের সামরিক ড্রোনগুলোকে ভূপাতিত করতে পারবে সৌদি আরব। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বৃহস্পতিবার কংগ্রেসকে দুই হাজারটি এপিকেডব্লিউএস এবং এর সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রশিক্ষণের সম্ভাব্য বিক্রয় সম্পর্কে জানিয়েছে।

পেন্টাগন আরও জানিয়েছে, এ ধরনের বিক্রির প্রস্তাবনা মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্য এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করে। এছাড়া অংশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা জোরদার করে। বিশেষ করে গালফ অঞ্চলীয় দেশের রাজনীতি এবং অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে। 

তবে চুক্তি অনুমোদন সত্ত্বেয় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অথবা এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কোনো ইঙ্গিত দেয়নি। পেন্টাগন জানিয়েছে, চূড়ান্ত চুক্তি হবে বিএই প্রক্রিয়ার মাধ্যমে। 

গুরুত্বপূর্ণ এই বিক্রয় প্রস্তাবটি এমন এক সময় এলো যখন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে। গত শনিবার থেকে চালানো হামলায় ৩১ জন মানুষ মারা গেছে। গত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর ইয়েমেনে এই প্রথম বড় ধরনের কোনো অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়