শিরোনাম
◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের ◈ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি: এনসিপি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় নতুন করে বিমান হামলায় নিহত ৭১, রেহাই পায়নি নবজাতক

গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। গত তিন দিন যাবৎ ক্রমাগতভাবে উপত্যকাটির নিরীহ মানুষের ওপর বিমান থেকে বোমা বর্ষণ করে যাচ্ছে দেশটি। অনলাইন আল জাজিরা বলছে, বৃহস্পতিবার সকালে ইসরাইলের বিমান হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতকও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার ভোরে উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। 

ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে যে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি বসতবাড়িকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমাংশের আস সুলতানে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি হামলা ক্রমান্বয়ে জোরদার করা হচ্ছে। যার প্রমাণ বৃহস্পতিবার ভোরের হামলা। ইসরাইলি বাহিনী একনাগারে ১১টি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। মধ্যগাজা থেকে আল জাজিরার নিজস্ব সংবাদদাতা তারেক আবু আজ্জম নিশ্চিত করেছেন যে, ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে নবজাতক শিশু ও নারীও রয়েছে। তিনি বলেছেন, ইসরাইল এবারের হামলায় নতুন একটি কৌশল নিয়েছে। অর্থাৎ তারা কোনো সতর্ক বার্তা না দিয়েই বেসামরিক নাগরিকদের আশ্রয় নেয়া ভবনগুলোতে হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ মাস যুদ্ধের পর এ বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরাইল। চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় গত মঙ্গলবার অতর্কিত হামলা শুরু করেছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৭১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। যাদের প্রায় ৭০ শতাংশই নারী এবং শিশু।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়