যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বর্বর এই হামলায় গত ৪৮ ঘণ্টায় প্রায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ বুধবার এই তথ্য দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৪৯ হাজার ৫৪৭ জন। এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ১৯ জানুয়ারি হওয়া যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ভোররাতে হামলা শুরু হওয়ার পর এখনো পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১৮৩ জনই শিশু। যদিও এটি হামলার পর প্রথমদিনের হিসাব।
এদিকে, ইসরায়েলের হামলায় জাতিসংঘের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ‘ফ্রান্স ২৪’। এই ঘটনায় আরও ৫ জনের গুরুতর আহতের খবর জানানো হয়েছে। গাজায় জাতিসংঘের ভবনে এই হামলা করা হয়। যদিও ইসরায়েলের সেনাবাহিনী এমন হামলার কথা অস্বীকার করেছে।