শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২১ জুলাই, ২০২২, ০২:১৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২২, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়িতে স্ত্রী-ছেলে নিয়ে গায়ে আগুন দিলেন ঋণগ্রস্ত ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক: ঋণে জর্জরিত হয়ে গাড়িতে স্ত্রী-পুত্রসহ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেশি দেশ ভারতের নাগপুরের এক ব্যবসায়ী। ঘটনায় আগুনে ঝলসে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তার স্ত্রী-পুত্র দুজনেই।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে নাগপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, আগুনে ঝলসে মারা যাওয়া ব্যবসায়ীর নাম রামরাজ ভাট (৫৮)। ঝলসানো অবস্থায় উদ্ধার করা মহিলা তার স্ত্রী নন্দিতা এবং ছেলে নন্দন।

পুলিশ আরো জানায়, রামরাজ একজন ব্যবসায়ী। বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল। সেই দেনা মেটাতে না পেরে স্ত্রী-ছেলেকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিকল্পিত ভাবেই পরিবার নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রামরাজ।

মধ্যাহ্নভোজনের কথা বলে গাড়িতে করে স্ত্রী এবং ছেলেকে নিয়ে হোটেলের উদ্দেশে রওনা হন রামরাজ। কিন্তু হোটেলে না গিয়ে মাঝপথেই একটি ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করান তিনি। স্ত্রী এবং ছেলে গাড়ি থামানোর কারণ বুঝে ওঠার আগেই গাড়িতে পেট্রল ঢালতে শুরু করেন তিনি। তারপর নিজের গায়ে এবং স্ত্রী-ছেলের গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

জ্বলন্ত গাড়ি থেকে দুজন আরোহীকে বেরিয়ে আসতে দেখে প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থেকে বেরিয়ে তারা নিজেরাই গায়ের আগুন নেভান। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, রামরাজের বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে তিনি দেনায় জর্জরিত হওয়ার কথা উল্লেখ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়