শিরোনাম
◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ◈ দেড় ঘন্টার বেশি সময় পর ট্রাম্প-পুতিন ফোনালাপ সমাপ্ত ◈ হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা ◈ অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় ◈ মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে ◈ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক ◈ ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী ◈ অসহায় গ্রামবাসীদের পাশে ফুটবলার হামজা চৌধুরী ◈ নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে গেলো পাকিস্তান ◈ নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৩:১৩ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সাউথের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীন: ভারতীয় সেনাপ্রধানের দাবি

প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে চীনের উত্থান গ্লোবাল সাউথে ভারতের নেতা হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

দিল্লিতে চতুর্থ জেনারেল বিপিন রাওয়াত স্মারক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন, চীনের প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে উত্থান ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং গ্লোবাল সাউথের নেতা হওয়ার পথে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলোও তুলে ধরেন ভারতীয় এ সেনাপ্রধান। এ সংকট সমাধানে বিকল্প প্রস্তাবও দিয়েছেন তিনি। তার মতে, ভবিষ্যতের শক্তিকেন্দ্র হিসেবে আফ্রিকার সম্ভাবনার দিকে নজর দেওয়া উচিত ভারতের।

তিনি বলেন, গণতান্ত্রিক পরিবর্তন এবং সম্পদ নিয়ন্ত্রণের প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমাদের ভবিষ্যতের শক্তিকেন্দ্র হিসেবে আফ্রিকার সম্ভাবনাগুলো দেখতে হবে।

জেনারেল দ্বিবেদী বলেন, আমাদের বারবার অবরুদ্ধ করা হয়েছে। যার ফলে আমাদের সরাসরি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুব কম। এমনকি ব্রিকসও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ডলারের বিকল্প বিনিময় ব্যবস্থা চালুর প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে প্রকাশ্যেই ধাক্কা খেয়েছে। এর আলোকে সাংহাই সহযোগিতা সংস্থাকে ভারতের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জাতীয় নিরাপত্তায় উদীয়মান প্রযুক্তির গুরুত্ব তুলে ধরতে বলেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, বাণিজ্য ও নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠেছে তথ্য। সেই সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা নিরাপত্তা হুমকি প্রতিরোধ এবং যুদ্ধ পরিচালনার স্বাস্থ্যকর ক্ষমতা।

ভারতীয় এ সেনাপ্রধান গ্লোবাল সাউথের অংশীদারদের সঙ্গে ভারতের সমন্বয়ের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন। জেনারেল দ্বিবেদী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনুন যাতে গ্লোবাল সাউথের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হতে পারে। আলোচক বা মধ্যস্থতাকারী হিসেবে সংঘাত নিরসনে ভারতের সক্রিয় ভূমিকা পালন করার সময় এখনই।

গ্লোবাল সাউথের উত্থানে তাগিদ দিয়ে তিনি বলেন, বিশ্ববাণিজ্যের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করুন। যাতে উন্নত আর্থসামাজিক অবস্থার সৃষ্টি করা যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়